Jamuna News Lalmonirhat

উত্তর জনপদের সংবাদ

Breaking News

𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗡𝗲𝘄𝘀 𝗟𝗮𝗹𝗺𝗼𝗻𝗶𝗿𝗵𝗮𝘁

.

.

______________________________________________________________________________________________

LALMONIRHAT DISTRICT Shafiul Ibne Anowar

🔍সন্ধান করুন

রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আগামী ১৫ই অক্টোবর রোজ মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসির ফলাফল, ঘরে বসেই যেভাবে জানা যাবে?


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর রোজ মঙ্গলবার প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় স্ব স্ব বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ সাংবাদিকদের কাছে ফলাফলের পরিসংখ্যান বিতরণ করবেন। শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট হতে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১১টায় ফলাফল জানতে পারবে। ফলাফল প্রকাশ হওয়ার পর একযোগে কলেজে, পরীক্ষার কেন্দ্রে, শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এবং Android Mobile Phone - এ Apps ব্যবহার করে ফলাফল দেখা যাবে।

বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে login অপশনে EIIN এবং password (কলেজের password) ব্যবহার করতে হবে। Result মেনুবারে ক্লিক করার পরে HSC-2024 Result এ ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজের ফলাফল দেখা যাবে । 

পরীক্ষা কেন্দ্রের জন্যঃ প্রথমে সংশ্লিষ্ট বোর্ডের ঠিকানায় গিয়ে ডানপাশে HSC- 2024 Centre Panel অপশনে login > কেন্দ্রকোড, password দিয়ে (যে password দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে password ব্যবহার করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখা যাবে।

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ছাড়াও https://eduboardresults.gov.bd মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। Android Phone এ বোর্ডের অ্যাপস থেকেও ফলাফল পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে।

প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে): যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC <> Bar <> Roll < 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি- রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা বেলা ১১ টায় ফলাফল জানতে পারবে।

/এস.আই.এস. Jamuna News Lalmonirhat

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন